আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ী বীরতারা ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান শুক্রবার বিকেলে বীরতারা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়েছে।
আসিয়া হাসান আলী মহিলা কলেজের অধ্যাপক কবির আহমেদের সঞ্চলনায় বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, সাবেক ভাইস চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান সরুজ্জামান মন্টু, শামছুল আরম তালুকদার, মোজ্জামেল হক মন্টু, মো. শফিকুল ইসলাম শফি প্রমুখ।