আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টানা ৫৬ বছর মধুপুর বনে থেকে খ্রিষ্টধর্ম যাজক হিসেবে দায়িত্ব পালন করে নিজ দেশে চলে যাচ্ছেন মুক্তিযোদ্ধা ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি। ১৯৫৫ সালে বাংলাদেশে আসার ৫ বছর পর মধুপুর এসে তিনি মিশন শুরু করেছিলেন।
তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন ফাদার আনজুস সিএসসি। মূলত: বয়স আর সাম্প্রতিক নিরাপত্তাজনিত সমস্যায় তিনি ফিরে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক মাস আগে তাঁকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছিল। এরপর থেকে তিনি পুলিশবেষ্টিত জীবনযাপন করছিলেন।
বিদায় উপলক্ষে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কড়া নিরাপত্তায় তাঁর গড়া পীরগাছা সেন্ট পৌলস্ ধর্ম পল্লীর গীর্জায় এক বিদায়ী অনুষ্ঠান হয়। এতে ময়মনসিংহের (হালুয়াঘাট) নব-নির্বাচিত সাংসদ জুয়েল আরেং প্রধান অতিথি ছিলেন। আন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ ধর্ম প্রদেশে বিশপ পনেন পল কুবি, ক্রুশ যাজক সম্প্রদায়ের প্রভিন্সিয়াল (প্রদেশ পাল) ফাদার জেমস ক্লেমেন্ট ক্রুশ সিএসসি।
সাবেক খাদ্যমন্ত্রী ও অর্থ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় এমপি ড. মো. আব্দুর রাজ্জাকের পক্ষ থেকে বিদায়ী হোমরিককে ক্রেস্ট প্রদান করেন মধুপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইয়াকুব আলী।
আলোচনা আর গানে গানে ফাদারকে বিদায় জানান মান্দি গারোরা। বিদায়ী সংবর্ধনায় বক্তৃতা করেন সেন্ট পৌলস্ ধর্মপল্লীর সহ-সভাপতি মিহির মৃ, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, সেন্ট পৌলস হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক প্রনাথ মৃ, বিদায়ী ফাদার ইউজিন ই. হোমরিক সিএসসি, নতুন ফাদার ইউজিন আনজুস সিএসসি প্রমুখ।