রতন সিং, দিনাজপুর থেকে: দিনাজপুর হিলি সীমান্ত এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ১ কেজি ২৮০ গ্রাম গান পাউডার ও ৮টি হাতবোমাসহ এক নারীকে আটক করেছে। এ ব্যাপারে র্যাব সদস্যদের পক্ষ হতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
দিনাজপুর র্যাব-১৩ ক্যাম্প কমান্ডার মেজর মাহমুদ আল রাজু জানান, শনিবার সকাল ১০টায় হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের মধ্যবাসুদেবপুর গ্রামের সাইদুল ইসলামের ভাড়া বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ১ কেজি ২৮০ গ্রাম গান পাউডার ও ৮টি হাতবোমাসহ সাইদুলের স্ত্রী লাভীল বেগমকে (২২) আটক করা হয়। অভিযানের বিষয় টের পেয়ে সাইদুল পালিয়ে যায়। সাইদুল ও তার স্ত্রী লাভলী গত ৩ মাস পূর্বে মধ্যবাসুদেবপুর মহল্লার রিপনের বাসা ভাড়া নেয়। তারা অন্য এলাকা থেকে হিলিতে এসে চোরাচালানী ও মাদক ব্যবসার কাজে ব্যবহারের জন্যই বাসাটি ভাড়ায় নিয়েছিল বলে র্যাব সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক লাভলী স্বীকার করেছে।
সূত্রটি জানায়, তাদের গতিবিধি বেশ কয়েকদিন থেকে র্যাব সদস্যদের গোয়েন্দা টিম অনুসন্ধান করেছে। শনিবার সকালে দিনাজপুর র্যাব ক্যাম্প ১৩ এর সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। তাদের সহযোগীদের আটক করতে হিলি সীমান্ত এলাকায় র্যাব সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে। বিকেল পর্যন্ত দিনাজপুর ক্যাম্পে লাভলীকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে।
উদ্ধারকৃত হাতবোমাগুলো অনেক শক্তিশালী। এইগুলো দিয়ে যে কোন বড় ধরনের নাশকতা করা সম্ভব বলে র্যাব জানায়। এই ঘটনায় র্যাব সদস্যদের পক্ষ হতে হাকিমপুর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।