ঈশ্বরদীতে জাতীয় শ্রমিক লীগের শোক ও জঙ্গিবাদবিরোধী র‌্যালি সমাবেশ

স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): জাতীয় শ্রমিক লীগের আয়োজনে রবিবার ঈশ্বরদীতে শোক ও জঙ্গিবাদ বিরোধী র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক লীগের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সমাবেত হয়ে র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টেম্পু স্ট্যান্ডে সমাবেশ অনুষ্ঠিত করে।

ishwardi-14,8,16
ঈশ্বরদীতে জাতীয় শ্রমিক লীগ শোক ও জঙ্গিবাদবিরোধী র‌্যালি ও সমাবেশ করে।

এ সময় জাতীয় শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গির আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক ও ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন প্রমুখ। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম মোস্তফা চান্না, পাবনা সুগার মিলের শ্রমিক নেতা জাহিদুর রহমান জাহিদ, যুবলীগ নেতা শফি বিশ্বাস, আলাউদ্দিন বিপ্লব, রাজীব সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.