কুমির জুলিয়েট ও পিলপিলের দেয়া ডিমে ৪৭টি বাচ্চা ফুটেছে

জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির জুলিয়েট ও পিলপিলের দেওয়া ডিম থেকে রবিবার সকাল ৮টায় ৪৭টি কুমিরের বাচ্চা ফুটে বের হয়েছে। বাচ্চাগুলোকে ২৪ ঘন্টা নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর সোমবার কেন্দ্রের লালন-পালন প্যানে ছেড়ে দেওয়া হবে।

Sundarban-Ma-1
করমজলে কুমির জুলিয়েট ও পিলপিলের দেয়া ডিমে ৪৭টি বাচ্চা ফুটেছে। ফাইল ছবি।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কুমির রক্ষণাবেক্ষণকারী কর্মচারী মো: জাকির হোসেন জানান, কুমির জুলিয়েট ও পিলপিল গত ২০ মে প্রজনন কেন্দ্রের পুকুর পাড়ে যথাক্রমে ৫০ ও ৪৮টি ডিম দেয়।

পুকুর পাড় থেকে ডিমগুলো সংগ্রহ করে টানা ৮৩ দিন কেন্দ্রের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর ওই ডিম থেকে রবিবার সকালে ৪৭টি বাচ্চা ফুটে বের হয়। ভ্রুনের মৃত্যু ও অনিষিক্ত হওয়ার কারণে এবার ৫১টি ডিম নষ্ট হয়ে গেছে।

উল্লেখ্য, বিলুপ্ত প্রায় লবণ পানি প্রজাতির কুমিরের প্রজনন বৃদ্ধি ও লালন-পালনের জন্য ২০০২ সালে পূর্ব সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্রে বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রকল্পের আওতায় ৩২ লক্ষ টাকা অর্থায়নে ৮ একর জায়গার উপর বনবিভাগের উদ্যোগে গড়ে তোলা হয় দেশের একমাত্র সরকারি এ কুমির প্রজনন কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.