রতন সিং, দিনাজপুর: দিনাজপুরের হাকিমপুর উপজেলার সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে প্রায় ৩০ হাজার পিস গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ও ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়েছে।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার আব্দুর রশিদ জানান, রোববার দুপুর ২টায় হিলি রেলওয়ে ষ্টেশনের পাশ দিয়ে কয়েকজন চোরাচালানী পোটলা নিয়ে ভারত থেকে বাংলাদেশ সীমানায় প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। এসময় চোরাচালানীরা ৪টি পোটলা ফেলে পালিয়ে যায়। পোটলা থেকে প্রায় ৩০ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ প্রাকটিন, সেডিয়াম ও নিউটিক ট্যাবলেট উদ্ধার করা হয়।
এদিকে রোববার বেলা ১১টায় হাকিমপুর উপজেলার বড়চড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়। আটক দুইজন বড়চড়া গ্রামের আলী মিয়ার পুত্র এরফান আলী (৩০) ও সোবহান আলীর পুত্র জহুরুল ইসলাম (২৬)। তাদের রোববার দুপুর ২টায় হাকিমপুর থানায় সোপর্দ করে বিশেষ ক্ষমতা আইনে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।