জাহিদুর রহমান তারিক, ঝিনাইদ: ঝিনাইদহের শৈলকুপায় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শৈলকুপা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়সহ সারাদেশে ২ হাজার ১টি ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এসময় পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শৈলকুপা পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি কাজী গোলাম রসুল রাশু, অভিভাবক সদস্য রহমত আলী, আজাদ রহমান ও শিক্ষক প্রতিনিধি ইমরান খান।
এ ছাড়াও গণ্যমান্য ব্যক্তিসহ বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ফজলুর রহমান।
ধনবাড়ীতে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন
আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): ধনবাড়ীর চারটি বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি সারাদেশে ২ হাজার ১টি শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে এসব স্কুলের ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন।
ধনবাড়ী উপজেলা পরিষদ হলরুমে ইউএনও শামীম আরা রিনির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানের আযোজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব জামান, মুশুদ্দি রেজিয়া কলেজের অধ্যক্ষ কেশব চন্দ্র দাস, আসিয়া হাসান আলী মহিলা কলেজের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম বেলাল, ইকবাল হোসেন তালুকদার প্রমুখ।
ধনবাড়ী উপজেলার মুশুদ্দি আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, বানিয়াজান উচ্চ বিদ্যালয়, পাইস্কা উচ্চ বিদ্যালয় ও ভাইঘাট উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এসব ডিজিটাল ল্যাবে কম্পিউটার প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের আরবি, ইংরেজি, জাপানি, কোরিয়ান ভাষাসহ গুরুত্বপূর্ণ নয়টি ভাষা শিক্ষা দেওয়া হবে।