মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): ঝড়ের কবলে পড়ে ১৭ জন জেলে নিয়ে বঙ্গোপসাগরে ডুবে যাওয়া ভারতীয় মাছ ধরা ট্রলার এফবি মা মহাগৌরী’র এক জেলেকে সাগরে ভাসমান অবস্থায় জীবত উদ্ধার করেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার কুয়াকাটার জেলেরা। তার নাম হরি কমল দাস (২৯)। সে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণম ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার ৮নং কৌলাশ নগর গ্রামের গৌরাঙ্গ দাসের পুত্র। আর ট্রলার মালিকের নাম কমল দাস। জেলেরা অসুস্থ হরি কমল দাসকে উদ্ধার করে মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেছে।
তাকে উদ্ধারকারী জেলে সাালাউদ্দিন জানান, কুয়াকাটা থেকে কয়েক’শ কিলোমিটার গভীর সমুদ্রে একটি ড্রাম ধরে ভাসমান অবস্থায় ১২ আগস্ট সকাল নয়টায় তাকে উদ্ধার করা হয়। সে চারদিন ধরে সাগরে ভাসছিলো বলে তাদের জানিয়েছে।
মহিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সুধীর কুমার জানান, দীর্ঘদিন সাগরে ভাসমান থাকায় তার অবস্থা সংকটজনক। উন্নত চিকিৎসা প্রয়োজন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, জেলে উদ্ধারের খরব পেয়ে খোঁজখবর নিচ্ছেন।