আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে রোববার বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি) ধনবাড়ী উপজেলা শাখার কমিটি গঠন কারা হয়েছে। বুরো বাংলাদেশ ধনবাড়ী উপজেলা কার্যালয়ে বুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার সাইফুল ইসলামের সভাপতিত্বে কমিটি গঠনের জন্য এক সভা অনুষ্ঠিত হয়।
![New Image](https://desherkhobor.net/wp-content/uploads/2016/08/New-Image-11-287x200.jpg)
সভায় প্রধান অতিথি ছিলেন এফএনবি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আবুল কালাম মোস্তফা লাবু। অন্যান্যের মধ্যে বক্তবব্য রাখেন সেবা সংস্থার নির্বাহী পরিচালক মো. রিয়াজ আহমেদ, ব্র্যাক প্রতিনিধি মো. মুনীর হুসাইন খান, প্রেসক্লাব সভাপতি স.ম. জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনছার আলী, মানবাধিকার বাস্তাবায়ন সংস্থার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান প্রমুখ।
সভায় বুরো বাংলাদেশের এরিয়া ম্যানেজার মো. সাইফুল ইসলামকে সভাপতি, আশার ব্যবস্থাপক মো. ফজলুল হককে সাধারণ সম্পাদক এবং সেবা সংস্থার প্রতিনিধি মো. মিলন মিয়াকে অর্থ-সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট এফএনবির ধনবাড়ী উপজেলা কমিটি সর্বসম্মাতিক্রমে গঠন করা হয়।