সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে সারা দেশে ১৫ আগস্ট সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন।

শেরপুরে জাতীয় শোক দিবস পালিত
হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এদিন সূর্যদোয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল নয়টায় কালেক্টরেট প্রাঙ্গণে স্থাপিত অস্থায়ী মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক, জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম। পরে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলি জানান।

New Image
শেরপুরে জাতীয় শোক দিবসের শোক র‍্যালি।

সকালে জেলা প্রশাসন আয়োজিত একটি শোক র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর আলোচনা হয়। জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হুইপ আতউর রহমান আতিক, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে জেলা প্রশাসন ও শিশু একাডেমি আয়োজিন শিশুদের কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

শেরপুরে আইন বিচার অঙ্গণেও পালিত হলো জাতীয় শোক দিবস
সারাদেশের ন্যায় এবার প্রথমবারের মতো শেরপুরের আইন ও বিচার অঙ্গণেও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ আগস্ট  সোমবার সকালে আদালত অঙ্গণে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। বিচারক ও আইন কর্মকর্তারা কালোব্যাজ ধারণ করেন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদারের নেতৃত্বে জজশীপ ও ম্যাজিস্ট্রেসীর বিচারকগণ স্বতন্ত্র অবস্থানে পুস্পার্ঘ অর্পণ করেন।

দুপুরে আদালত মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা ও দায়রা জজ কিরণ শংকর হালদার এতে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোছাদ্দেক ফেরদৌসী, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট আবুল কাশেম, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল মানসুর স্বপন, সুব্রত কুমার দে ভানু, তারিকুল ইসলাম ভাসানী, রওশন কবীর আলমগীর, সেরেস্তাদার মানিক চন্দ্র নাগ, সিনিয়র পেশকার শফিকুল ইসলাম প্রমুখ। এসময় যুগ্ম জেলা জজ সুদীপ্তা সরকার ও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ার কবিতা আবৃত্তি করেন।

অনুষ্ঠানে যুগ্ম জেলা জজ হারুন-অর-রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোমিনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আ ন ম ইলিয়াস ও মোমিনুন্নেছা খানম, সহকারী জজ শান্তি চন্দ্র দেবনাথ ও তাসলিমা আক্তার। পরে ৭৫’র ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
এদিকে, জাতীয় শোক দিবস উপলক্ষে বাদ যোহর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে দোয়া ও গণভোজের আয়োজন করা হয়।
ঝিনাইদহ প্রেসক্লাবে জাতীয় শোক দিবস পালিত
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: যথাযথ মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহ প্রেসক্লাবে সোমবার জাতীয় শোক দিবস পালিত হয়। এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়নে এক দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আলোচনা সভায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তৈয়ব আলী জোয়ারদার, সাংগঠনিক সম্পাদক আশোক ধর, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইবি ছাত্রলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রেসক্লাব সাভপতি আলাউদ্দীন আজাদের সভাপতিত্বে আলোচনা সভায় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউএনবির আমিনুর রহমান টুকু, দৈনিক কালের কন্ঠের এম সাইফুল মাবুদ, এটিএন বাংলার নিজাম জোয়ারদার বাবলু, জনকন্ঠের এম রায়হান, নতুন খবরের জাহিদুর রহমান তারিক প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু। দোয়া আনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহবুবুর রহমান।

আলোচনা অনুষ্ঠানে বক্তাগণ বাংলাদেশের স্থপতি জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দলমতের উর্ধ্বে রেখে সমৃদ্ধশালী দেশ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
হরিণাকুন্ডুতে জাতীয় শোক দিবস পালন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে যথাযোগ্য মর্যাদায় সোমবার স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১ তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সূর্য উঠার সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর উপজেলা আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও এর সহযোগী সংগঠন এক বিরাট শোক র‌্যালি বের করেন। র‌্যালিটি হরিণাকুন্ডু শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মশিউর রহমান জোয়ার্দ্দার, পৌর মেয়র শাহিনুর রহমান রিন্টু, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মহিউদ্দিন মাস্টার, উপজেলা শিক্ষা অফিসার সুলতান আহম্মেদ, তাহেরহুদা ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, ভায়না ইউপি চেয়ারম্যান ছমির উদ্দীন প্রমুখ।

সকাল থেকেই উপজেলার ৮টি ইউনিয়নের সকল ওয়ার্ড ও পৌরসভার সবকটি ওয়ার্ড মিলে উপজেলার শতাধিক স্থানে কাঙালী ভোজের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা দায়সারা ভাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা চলাকালীন সময়ে দু একটি স্কুলের শিক্ষার্থীদের দর্শক সারিতে বসে থাকতে দেখা যায়। বেশির ভাগ চেয়ার ছিল ফাঁকা।
এই হযবরল অনুষ্ঠানের জন্য উপস্থিত রাজনৈতিক নেতৃবৃন্দ উপজেলা প্রশাসনকে দায়ী করেন। নেতৃবৃন্দ ১৫ আগস্টে এ ধরনের অনুষ্ঠান কখনও আশা করেননি উপজেলা প্রশাসনের কাজ থেকে। অনেকে জাতির জনকের মৃত্যুবার্ষিকীর এ অনুষ্ঠানে দাওয়াত পর্যন্ত পাননি।
 
ঈশ্বরদীতে জাতীয় শোক দিবস পালন
স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): যথাযোগ্য মর্যাদায় ঈশ্বরদীতে জাতির জনক বঙ্গবন্ধুর শাহদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এবং আখ ক্রপ গবেষণা ইন্সটিটিউটে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয় শ্রমিক লীগ, ছাত্র লীগ, জাসদ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল নয়টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও শাকিল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা অনুষ্ঠান। এসময় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিণ পিয়া প্রমুখ। ঈশ্বরদী, দাশুড়িয়া, পাকশীসহ এলাকার সকল শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে দিনব্যাপী কর্মসূচি পালিত হয়েছে।

নাচোলে জাতীয় শোক দিবস পালিত
অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইবাবগঞ্জে): চাঁপাইবাবগঞ্জের নাচোলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বাষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সরকারি বেসরকারি সংস্থা, এনজিওসহ বিভিন্ন সংগঠন দিবসটি পালন উপলক্ষে, র‌্যালি, আলোচনা সভা, মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসুচি গ্রহণ করে।

বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে নাচোল উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও যুবকদের ঋণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রাশেদ ওয়াসিফ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ ২ আসনের এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি, সরকার অসীম কুমার, ওসি ফাছিরুদ্দীন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান।

পরে বেকার যুবকদের মাঝে ঋণ বিতরণ করা হয়। অপর দিকে বাংলাদেশ আওয়ামী লীগ নাচোল উপজেলা শাখার উদ্যোগে র‌্যালি আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করেন। সকাল ১০টায় নাচোল ডিগ্রী কলেজ মাঠে জাতীয় পতাকা, দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়।

পরে একটি র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামশুল আলম’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি মুহাঃ গোলাম মোস্তফা বিশ্বাস, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাফিউল আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ খাঁন ঝালু, উপজেলা যুবলীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ব্রজেন্দ্র নাথ মাহাতো, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নইম মুন্নি, আওয়ালী লীগ নেতা আবু রেজা মোস্তফা কামাল শামীম, মজিবুর রহমান, কসবা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক আজিজুর রহমান, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ আনোয়ার আল শহীদ জুয়েল, যুবলীগের জেলা সহসভাপতি স্ইাদুর রহমান বাদল, জাতীয় শ্রমিক লীগের সভাপতি রয়েল বিশ্বাস।

জাতীয় শোক দিবস উপলক্ষে ইসলামী ফাউন্ডেশন কোরআনখানি, হিফয, দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের আয়োজন করেন। জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে নাচোল আল নুর শিশু সদন (ইয়াতিম খানায়) আলোচনা সভা, কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করেন। জাতীয় শ্রমিক লীগের সভাপতি রয়েল বিশ্বাস এর সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি জিয়াউর রহমান, বিশেষ অতিথি ছিলেন শিশু সদনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব জোহাক আহম্মেদ, নাচোল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (অবঃ) আলহাজ্ব একরামুল হক। এছাড়া নাচোল উপজেলার পীরপুর শাহানাপাড়া গরীবুল্লাহ নূরানী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে শোক দিবস পালন করা হয়। মাদ্রাসার সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সহসভাপতি মতিউর রহমান, সুপারিনটেনডেন্ট হাফেজ মাওঃ আজহারুল ইসলাম, শিক্ষক মাওঃ জিল্লুর রহমান, সদস্য ইলিয়াস আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডাঃ কাউসার আলী, সদস্য খোকন প্রমুখ। অক্্রফোর্ড একাডেমির উদ্যোগে র‌্যালি ও শোকসভা অনুষ্ঠিত হয়, প্রধান শিক্ষক মজিদুল হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রভাষক মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, বুলবুল হক প্রমুখ।

নানা আয়োজনে কাউখালীতে জাতীয়  শোক দিবস পালন
রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শোক র‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প্যমাল্য অর্পণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বিকেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

????????????????????????????????????

সকাল সাড়ে ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের হয়। র‌্যালিতে অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ রাজনৈতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং নানা শ্রেণি পেশার মানুষ।

অপরদিকে, উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক র‌্যালি শেষে বিআরডিবি হল রুমে আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট এম নুরুল হক। বক্তব্য দেন তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, জাকির হোসেন তালুকদার দুলাল, মনিরুজ্জামান পল্টন, কামরুজ্জামান মিঠু, কাজী মাসুদ ইকবাল, সুনীল কুন্ডু, সাইফুর রহমান বাদল, এইচ.এম.মনিরুজ্জামান প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠান শেষে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.