খুলনায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

খুলনা প্রতিনিধি: স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখার আয়োজনে মহানগর দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

????????????????????????????????????
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করেন।

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও খুলনা মহানগর আহ্বায়ক আজিজুল হাসান দুলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

প্রধান অতিথি বলেন, বর্তমান বিনা ভোটে ক্ষমতা দখলকারী সরকার জনবিচ্ছিন্ন হয়ে বিরোধী রাজনৈতিক শক্তি ধ্বংস করতে চায়। এ জন্য বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের নামে সাজানো ও পাতানো মামলা দিয়ে হয়রানি করছে, যাতে করে একদলীয় শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়। কিন্তু জনগণ যে কোনো মুহূর্তে জেগে উঠতে পারে এবং সরকারের মনবাসনা পূর্ণ করতে দেবে না। এ জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এবার গণতন্ত্র উদ্ধার সংগ্রামে সকলকে এক হয়ে কাজ করতে হবে। দেশ ও দেশের মানুষকে বাঁচাতে বিএনপিসহ দলের অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্ব পালন করতে হবে। দেশের মানুষ বিএনপির দিকে চেয়ে আছে, তাই সময় বেশি নেই অচিরেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে চূড়ান্ত সংগ্রামে অংশ নিতে হবে।

এ সময় প্রধান অতিথি বেলুন উড়িয়ে স্বেচ্ছাসেবক দলের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের খুলনা মহানগর যুগ্ম আহ্বায়ক একরামুল হক হেলাল, ময়েজ উদ্দিন চুন্নু, নুরুল ইসলাম লিটন ও শাকিল আহমেদ, শরিফুল আনাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.