জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): সুন্দরবনের মরাপশুর নদীর বাইনতলা এলাকায় বনদস্যু জাহাঙ্গীর বাহিনী ও কোস্টগার্ড সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। গোলাগুলির এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যাওয়ায় কেউই আটক হয়নি। তবে ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মোংলা) অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান খান জানান, বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের মরাপশুর নদীর বাইতলা খালে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা শনিবার দুপুর ১২টার দিকে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকারীরা বাইনতলা খালে প্রবেশ করতেই পূর্ব থেকেই বনের মধ্যে অবস্থান নিয়ে থাকা দস্যুরা কোস্টগার্ড সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এ সময় কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে প্রায় ৪৫ মিনিট ধরে গুলিবিনিময় হয়।
কোস্টগার্ড ২১ রাউন্ড আর বনদস্যুরা ৫০/৬০ রাউন্ড গুলি চালায়। গুলিবিনিময়ের এক পর্যায়ে দস্যুরা বনের গহীনে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দস্যুদের ফেলে যাওয়া ১০টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র উদ্ধার করে কোস্টগার্ড। গোলাগুলিতে দস্যুদের কেউ নিহত না হলেও গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে বলে জানিয়েছে কোস্টগার্ড।