স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নেতৃত্বে পাবনা জেলার নেতাকর্মীরা এবং নবনির্বাচিত পৌর মেয়র ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

পাবনা জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত জেলা কমিটি, পাবনা জেলার সকল পৌরসভার মেয়র, পাবনা জেলার ৯টি উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দসহ বাংলাদেশ আওয়ামী লীগ পাবনা জেলার হাজার হাজার নেতাকর্মী এতে অংশ নেন। সকালে ঈশ্বরদী থেকে শতাধিক গাড়িতে করে রওয়ানা দিয়ে দুপুরে মন্ত্রীসহ নেতাকর্মীরা গোপালগঞ্জে আসেন।
পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স, এমপি খন্দকার আজিজুল হক আরজ, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান এম. সাইদুল হক চুন্নু, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউর রহিম লাল, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মনির উদ্দিন আহমেদ, পাবনা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাবিবুর রহমান হাবিব, পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক মাহ্জেবীন শিরিন পিয়া, ঈশ্বরদীর উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুসহ পাবনা জেলার নয়টি উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী, টুঙ্গীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল্লাহ ও গোপালগঞ্জ জেলার নেতাকর্মীগণ এসময় উপস্থিত ছিলেন। পাবনা জেলার সাংবাদিক ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ এসময় মন্ত্রীর সফরসঙ্গী ছিলেন।
মন্ত্রী শরীফ জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর জন্য দোওয়া চান। পরে তিনি বঙ্গবন্ধুর মাজারে পুস্পস্তবক অর্পণ করেন।