মধুপুরে পুলিশের সাথে বন্ধুকযুদ্ধে ২ যুবক নিহত: অস্ত্র, গুলি ও জিহাদি বই উদ্ধার

আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ডিবি পুলিশের সাথে বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছে। পুলিশের দাবি নিহত দুই যুবক জঙ্গিগোষ্ঠীর সদস্য। রোববার ভোর ৪ টার দিকে উপজেলার পাহাড়ী এলাকার টেলকি নামক স্থানে এ ঘটনাটি ঘটেছে। নিহতদের পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৮ থেকে ৩০ বছরের মধ্যে।

টাঙ্গাইল ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অশোক কুমার সিংহ জানান, ২১ আগষ্ট উপলক্ষে দেশে জঙ্গি হামলা ও মধুপুর খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় হামলা হতে পারে এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রাত থেকে ওই এলাকার বিভিন্ন স্থানে মধুপুর থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক দল চেকপোস্ট বসায়। রোববার ভোর ৪ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে মধুপুর পাহাড়ী এলাকার টেলকি নামক স্থানে দুই যুবক মোটর সাইকেলযোগে সন্দেহজনকভাবে ডিবি পুলিশের চেকপোস্ট অতিক্রমকালে তাদের থামানোর চেস্টা করে। এসময় তারা ডিবি পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় ও চাপাতি নিয়ে পুলিশের উপর হামলা করে। ডিবি পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে যুবকদ্বয় গুরুতর আহত হয়। মধুপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহতদের গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে মধুপুর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মধুপুর থানার ওসি সফিকুল ইসলাম জানান, মধুপুর বন এলাকার আদিবাসী অধ্যুষিত এলাকায় ৭৮ টি গির্জা আছে। এসব গির্জায় জঙ্গি হামলার আশংকায় মধুপুর থানা পুলিশ ও টাঙ্গাইলের ডিবি পুলিশ চেকপোস্ট বসায়। দুই যুবক মোটর সাইকেলযোগে ডিবি পুলিশের চেকপোস্ট অতিক্রমকালে তাদের থামানোর চেস্টা করে। এ সময় ডিবি পুলিশকে লক্ষ্য করে তারা গুলি ছুড়ে। ডিবি পুলিশ পাল্টা গুলি চালালে এ ঘটনা ঘটে।

মধুপুর থানা পুলিশ আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে একটি রিভলবার, ৩ রাউন্ড গুলি, একটি গুলির খোসা, দুটি চাপাতি, বোমা তৈরির নকশা, বেশ কিছু জিহাদি বই ও লিফলেট, একটি মোবাইল সেট এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এক প্রশ্নের জবাবে ওসি সফিকুল ইসলাম বলেন, নিহত যুবকদ্বয় অবশ্যই জঙ্গি দলের সদস্য। কেননা তাদের চেহারা ও উদ্ধার করা আনুষঙ্গিক জিনিসপত্রই প্রমাণ করে তারা জঙ্গি দলের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.