শেরপুর প্রতিনিধি: জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেরপুরে দাবা প্রতিযোগিতা ২০১৬ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম সভাকক্ষে দাবা প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিমের সভাপতিত্বে জেলা ক্রীড়া অফিসার, ডিএসএ’র অতিরিক্ত সাধারণ সম্পাদক মানিক দত্ত, যুগ্ম সম্পাদক সৈয়দ রবিউল করিম, দাবা সম্পাদক হাকিম বাবুল ও ডিএসএ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিএসএ’র দাবা সম্পাদক হাকিম বাবুল জানান, এবারের দাবা প্রতিযোগিতায় জেলার ৫ উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৫ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। প্রাথমিক পর্বে ৭ রাউন্ড সুইস লীগ পদ্ধতির খেলা শেষে চূড়ান্ত পর্বে ১০ জনকে নিয়ে রাউন্ড রবীন লীগ পদ্ধতিতে খেলা অনুষ্ঠিত হবে। দাবা প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দাবাড়– ৪২ তম জাতীয় বাছাই দাবা চ্যাম্পিয়নশীপে শেরপুর জেলার প্রতিনিধিত্ব করার সুযোগ পাবেন।