জাহিবা হোসাইন, মংলা (বাগেরহাট): সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মংলায় মানববন্ধন এবং পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুুপুরে মংলা প্রেসক্লাবের আয়োজনে শহরের প্রধান শেখ আ: হাই সড়কে পৌরসভার সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
প্রায় আধ ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধন কর্মসূচিতে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ নেয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব সভাপতি এইচ এম দুলাল, সাধারণ সম্পাদক হাসান গাজী, সাংবাদিক আহসান হাবিব হাসান, আমির হোসেন আমু, কামরুজ্জামান জসিম, নুর আলাম শেখ ও আওয়ামী লীগ নেতা সাখাওয়াত হোসেন মিলন প্রমুখ।