স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদীর পাকশীতে সাজ্জাদ হোসেন নামে এক ছাত্রকে বেড়ানোর কথা বলে নির্জনে নিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে তার দুই বন্ধুর বিরুদ্ধে।
এ ঘটনায় সাজ্জাদের ওই দুই বন্ধুর বিরুদ্ধে অপহরণ এবং হত্যাচেষ্টার অভিযোগ এনে লিখিতভাবে পুলিশকে জানানো হয়েছে।

সাজ্জাদের মা শাহিনুর সুলতানা জানান, ২১ আগস্ট সাজ্জাদ পাবনার বুলবুল কলেজের উদ্দেশে রওনা দেয়। দাশুড়িয়া এলাকায় পৌঁছালে তার বন্ধু জিকো ও স্বাধীন বেড়ানোর কথা বলে তাকে পাকশী ইউনিয়ন পরিষদের কাছে রেললাইনে নিয়ে যায়। এক পর্যায়ে জিকো ও স্বাধীন ব্যাগ হতে মোটা রশি বের করে সাজ্জাদের গলায় প্যাঁচিয়ে দুই দিক হতে টান মারে। সাজ্জাদ অজ্ঞান হয়ে পড়লে তাকে রেল লাইনের উপর ফেলে রাখে। শাহিনুর বলেন, সাজ্জাদ মারা গেছে ভেবে জিকো ও স্বাধীন তাকে ফেলে রেখে সরে পড়ে।
এ সময় দিয়াড় বাঘইল গ্রামের আমিরুল ইসলাম ঘটনাস্থলের দিকে এগিয়ে এলে আক্রমণকারী দুজন রশি ও চাপাতি ফেলে রেখে পালিয়ে যায়। আমিরুলের চিৎকারে লোকজন এগিয়ে এসে সাজ্জাদকে উদ্ধার করে পাকশী ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। পাকশীর চেয়ারম্যান এনামূল হক বিশ্বাসের সহযোগিতায় সাজ্জাদকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়।
ঈশ্বরদী হাসপাতালে চিকিৎসাধীন সাজ্জাদও একই ঘটনা বর্ণনা করেন। তার গলায় রশির চিহ্ন রয়েছে। সোমবার সাজ্জাদের মা শাহিনুর সুলতানা ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।