নওগাঁর দুই উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ১ নারীর মৃত্যু, শিশুসহ আহত ২

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ: রবিবার বিকেলে ঘূর্ণিঝড়ের আঘাতে নওগাঁ জেলার আত্রাই উপজেলার দুটি এবং মহাদেবপুর উপজেলার কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে পড়েছে। গাছের ডাল পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এক শিশুসহ আহত হয়েছে আরও ২ জন। ঘূর্ণিঝড় আক্রান্ত এলাকায় বাড়িঘর এবং গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে।

Atrai tonado pic
ঘূর্ণিঝড়ের আঘাতে আত্রাই উপজেলার দুটি এবং মহাদেবপুর উপজেলার কয়েকটি গ্রাম লন্ডভন্ড হয়ে পড়েছে।

মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার জানিয়েছেন, বিকেলে রাইগাঁ ইউনিয়নের ব্যালট, কুন্দনা, শেরপুর, রজট্টা, রাইগাঁসহ প্রায় ৫/৬টি গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এসব গ্রামের প্রায় শতাধিক বাড়িঘরের মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। প্রচুর সংখ্যক গাছ ভেঙ্গে পড়েছে। রহট্টা গ্রামে গাছের ডাল পড়ে খাদেমুল ইসলামের স্ত্রী মনোয়ারা বেগম (৫০) মারা গেছেন। এ ছাড়াও গাছের ডালের নিচে চাপা পড়ে একই গ্রামের কমপক্ষে দুজন আহত হয়েছে। আহতদের মধ্যে ভাদুর ছেলে জেহাদকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

আত্রাই উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান জানিয়েছেন, রবিবার বিকাল অনুমান সাড়ে ৪টায় উপজেলার মনিয়ারী ইউনিয়নের গোয়ালবাড়িয়া এবং নৈদিঘী গ্রামে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে দুই গ্রামের প্রায় অর্ধশতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অধিকাংশ বাড়িঘরের টিনের চালা উড়ে গেছে। কোন কোন বাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এসব এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এদিকে মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার এবং আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেসুর রহমান জানিয়েছেন ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তাদের প্রয়োজনীয় সরকারি সহযোহিতা প্রদান করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.