রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হিলি সীমান্তে অভিযান চালিয়ে বিজিবি ১ কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থ্রিপিস ও থান কাপড় উদ্ধার করেছে।
হিলি স্থলবন্দর বিজিবি ক্যাম্প কমান্ডার শাহ আলম জানান, রোববার দুপুর দেড়টায় বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত সান্তাহার থেকে পার্বতীপুরগামী রকেট লোকাল ট্রেন হিলি রেলওয়ে ষ্টেশনে পৌঁছলে চোরাচালানীরা ওই ট্রেনে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, থান কাপড় ও থ্রিপিস উঠাতে থাকে। এ সময় বিজিবির জয়পুরহাট ৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে অভিযান চালানো হয়। রকেট ট্রেন তল্লাশী ও ট্রেনে উঠানোর প্রস্তুতিকালে ভারতীয় দেবদাস, বেনারশী, কাতান, কটকটি, কিরনমালা ও ঝিনুকমনিসহ বিভিন্ন নামের ৩ হাজার ৮৬৪ পিস শাড়ী, ২ হাজার থ্রিপিস ও ৫৪০ মিটার থান কাপড় আটক করা হয়।
এসময় চোরাচালানীরা কাপড়গুলো ফেলে রেখে ভারত সীমানায় পালিয়ে যায়। উদ্ধারকৃত ভারতীয় কাপড়ের মূল্য ১ কোটি ৫৫ লক্ষ ৭০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। উদ্ধারকৃত কাপড়গুলো রোববার বিকেলে হাকিমপুর শুল্ক দপ্তরে জমা দেওয়া হয়েছে। ৎ
এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে হাকিমপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।