শেরপুরে জঙ্গিবাদ ও ধর্মীয় সম্প্রীতি নিয়ে মতবিনিময়

হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে কমিউনিটি পুলিশের আয়োজনে জঙ্গিবাদ দমন ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

Sherpur Pic- 23-8-16
বক্তব্য রাখছেন  চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।

প্রধান অতিথি বলেন, জঙ্গিরা মসজিদ-মন্দির, ঈদগাহ, হোটেলে হামলা করছে। যুবসমাজকে ধর্মের নামে বিপথে পরিচালিত করে পুরোহিত, সেবায়েতসহ ইমাম-মুয়াজ্জিনদেরও হত্যা করছে। এটা দেশের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। পুলিশ-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে জঙ্গিবাদ দমন করা সম্ভব হবে। এজন্য তিনি সবাইকে জঙ্গিবাদ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান।

পুলিশ সুপার মো. মেহেদুল করিমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম, অ্যাডভোকেট চন্দন কুমার পাল, উপজেলা চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, সাবেক মেয়র হুমায়ুন কবীর রুমান, এফবিসিসিআই পরিচালক মো. মাছুদ, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম হিরু, শহর কমিউিনিটি পুলিশ কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু প্রমুখ বক্তব্য রাখেন।

জেলা কমিউিনিটি পুলিশের সদস্য সচিব দেবাশীষ ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক, ধর্মীয় ও ব্যবসায়িক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন এবং নিজ নিজ সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.