জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহে শতাধিক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিনামূল্যে হুইলচেয়ার পেয়েছেন।
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কান্তি দাসের উদ্যোগে সোমবার দুপুরে শহরের হামদহ এলাকায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার ও প্রধান বক্তা ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) গোপিনাথ কানজিলাল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, মধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান ফারুক হোসেন জুয়েল।
আলোচনা শেষে ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক প্রতিবন্ধীকে হুইলচেয়ার দেওয়া হয়।