স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পুলিশী অভিযানে ঈশ্বরদীতে এক মাসে ৫ শতাধিক আসামি গ্রেফতার হয়েছে। এই সময়ে ২টি আগ্নেয়াস্ত্র, ১০ লাখ টাকার হেরোইন এবং ৭০০ পিচ ইয়াবা আটক করে ঈশ্বরদী থানা পুলিশ।
ঈশ্বরদী থানার ২১ জুলাই হতে ২১ আগষ্ট পর্যন্ত পরিচালিত অভিযানের রেকর্ড থেকে এসব তথ্য জানা গেছে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টধারী, অস্ত্র মামলা, মাদক মামলা এবং নিয়মিত মামলার আসামি।
ঈশ্বরদী থানা সূত্র জানায়, থানায় নতুন অফিসার ইনচার্জ আব্দুল হাই তালুকদার যোগদানের পর তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ৫৭৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। এই সংখ্যা বিগত এক বছরের মধ্যে সর্বাধিক। এরমধ্যে দেড় হতে ছয় বছর পর্যন্ত বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত ২২জন আসামি রয়েছে। এরা পুলিশের নজর এড়িয়ে দিব্যি চলাফেরা করছিল।
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬২ জনকে ইতোমধ্যে বিভিন্ন মেয়াদে সাজাও দেওয়া হয়েছে। অবশিষ্ট ৪৯১ জনের মধ্যে নিয়মিত মামলার আসামি ছাড়াও বেশির ভাগই ওয়ারেন্টধারী আসািম রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এসব ওয়ারেন্টধারীদের মধ্যে অধিকাংশই জামাত-শিবিরের নাশকতা মামলার আসামি বলে থানা সূত্রে জানা গেছে।