আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের ধনবাড়ীতে বেসরকারি সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে মঙ্গলবার বন্যায় ক্ষতিগ্রস্ত ও সুবিধাভোগী সদস্যদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আটা, ডাল, তেল ও লবণ।
পল্লী মঙ্গল কর্মসূচী ধনবাড়ী শাখার ব্যবস্থাপক আঃ ছামাদ এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচী ময়মনসিংহ জোনের প্রোগ্রাম ম্যানেজার এমএ জলিল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী মঙ্গল কর্মসূচী জামালপুর অঞ্চলের সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. লোকমান হোসেন, মানবাধিকার বাস্তাবায়ন সংস্থা ধনবাড়ী শাখার সভাপতি আব্দুল্লাহ আবু এহসান, পৌর কাউন্সিলর পিয়ারা বেগম প্রমুখ।
ত্রাণ বিতরণকালে সাংবাদিক ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।