অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নচোলে ব্র্যাক পল্লী সমাজের উদ্যোগে ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নাচোল উপজেলার সদর ইউনিয়নের নাশিরাবাদ গুচ্ছগ্রামে পল্লী সমাজের উদ্যেগে ২শ ছাগলের পিপিআর রোগের ভ্যাকসিন বিনামূল্যে প্রদান করা হয়।
এ সময় ব্র্যাকের ফিল্ড অফিসার তাজির উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাশিমা খাতুন, সাবেক ওয়ার্ড সদস্য আলাউদ্দিন, প্যারাভেট কাশেম আলী, পল্লী সমাজের সভানেত্রী আলতাবানুসহ পল্লী সমাজের সদস্য, গ্রাম মাতব্বর ও সমাজসেবকরা উপস্থিত ছিলেন।