বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহণে মঙ্গলবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিশাল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার রামপাল, কচুয়া, মোল্লাহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা, ফকিরহাট, কাটাখালি,দেবজ্ঞহাটী, চুলকাঠি, চিতলমারী ও মংলা প্রেসক্লাবের প্রায় সকল সাংবাদিকরা অংশ নেন।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি। সাংবাদিকরা জঙ্গি নির্মূলে লেখনির মাধ্যমে জনমত সৃষ্টির পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার অঙ্গীকার করেন। এ সময় আরও বক্তব্য দেন, মো. কামরুজ্জামান, মোর্শারফ হুসাইন, মো. দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শেখ আহ্সানুল করিম, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, মাহফুজুর রহমান, আসাদুজাজামান মিলন, মাইনুল হাসান, পিকিং, সবুর রানা, অলোক প্রমুখ।