বাগেরহাটে সাংবাদিকদের জঙ্গিবিরোধী মানববন্ধন-সমাবেশ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সকল সাংবাদিকদের অংশ গ্রহণে মঙ্গলবার দুপুরে সন্ত্রাস ও জঙ্গিবিরোধী বিশাল সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাগেরহাট প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে জেলার রামপাল, কচুয়া, মোল্লাহাট, মোড়েলগঞ্জ, শরণখোলা, ফকিরহাট, কাটাখালি,দেবজ্ঞহাটী, চুলকাঠি, চিতলমারী ও মংলা প্রেসক্লাবের প্রায় সকল সাংবাদিকরা অংশ নেন।

Bagerhat Photo (23.08.2016)H
বক্তব্য রাখছেন বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড: শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এ্যাড: মীর শওকাত আলী বাদশা এমপি। সাংবাদিকরা জঙ্গি নির্মূলে লেখনির মাধ্যমে জনমত সৃষ্টির পাশাপাশি প্রশাসনকে সহযোগিতা করার অঙ্গীকার করেন। এ সময় আরও বক্তব্য দেন, মো. কামরুজ্জামান, মোর্শারফ হুসাইন, মো. দেলোয়ার হোসেন, বাবুল সরদার, শেখ আহ্সানুল করিম, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, মাহফুজুর রহমান, আসাদুজাজামান মিলন, মাইনুল হাসান, পিকিং, সবুর রানা, অলোক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.