রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): জন্মাষ্টমী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রাটি মদনমোহন জিউর আখড়া বাড়ি মন্দির থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরিষদের সভাপতি অ্যাডভোকেট চন্দ্রশেখর দের সভাপতিত্বে মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাবনী চাকমা, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, কাউখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, পরিষদের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সনজিত কুমার সাহা, অ্যাডভোকেট পরিতোষ সমাদ্দার, সুনন্দা সমাদ্দার, প্রভাষক অলোক কর্মকারসহ অন্যরা।
পরে বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান ও ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয় ।