প্রতিনিধি, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): নচোলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে এক নারী ও তার প্রেমিককে আটক করেছে পুলিশ।
নাচোল থানার ওসি ফাসিরুদ্দীন জানান, বুধবার রাতে রাজবাড়ী হাট এলাকার এক বাসিন্দার স্ত্রী (২০) স্বামীর অনুপস্থিতির সুযোগে তার প্রেমিক দুরুল ইসলামের (২২) সঙ্গে গোপন অভিসারে লিপ্ত হয় ।
মাঝরাতে ওই নারীর স্বামী বাড়ি ফিরে ঘটনা আঁচ করতে পেরে বাইরে থেকে দরজার শিকল লাগিয়ে পুলিশে খবর দেন।
পুলিশ ওই নারী ও তার প্রেমিককে আটক করে থানায় নিয়ে যায়। তারা পুলিশের কাছে অসামাজিক কাজে জড়িত হওয়ার কথা স্বীকার করেন।
বৃহস্পতিবার পুলিশ তাদের জেলে পাঠায়।