আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে চালকল দখল

খুলনা প্রতিনিধি: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খুলনা মহানগরীর লবনচরা এলাকায় ফজিলা রাইসমিলটি দখল করে নিয়েছে প্রভাবশালীরা।

শুক্রবার ভোর রাতে ২৫/৩০জনের একদল সন্ত্রাসী চালকল মালিকের ভাড়াটিয়াকে জোর করে বের করে দিয়ে চালকলটি দখল করে নেয়। এঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, ফজিলা রাইসমিলের মালিক মরহুম দেলোয়ার হোসেন প্রায় ৪০বছর পূর্বে মিলটি প্রতিষ্ঠা করেন। দেড় বছর আগে দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তার ছেলে এসএম ওসিয়ার রহমান আব্দুল, মাজেদ নামের একজনকে চালকলটি ভাড়া দেন।

এদিকে, দেলোয়ার হোসেনের মৃত্যুর পর তার ছোট ভাই মো. আব্দুল বারী (পাশ্ববর্তী জমির মালিক) চালকলের জমির মালিকানা দাবি করলে বিরোধ সৃষ্টি হয়। পরে দেলোয়ার হোসেনের ছেলে এসএম ওসিয়ার রহমান বাদী হয়ে খুলনা সিনিয়র জজ আদালতে মামলা করেন।

আদালত মামলাটি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জমিটির উপর স্থিতি অবস্থা আদেশ জারি করেন। পাশ্ববর্তী জমির মালিক আব্দুল বারী সম্প্রতি জমিটি দখল নিতে চাইলে মামলার কারণে তিনি জমিটির দখলে নিতে ব্যর্থ হন। তাই স্থানীয় এক প্রভাবশালীর নিকট জমিটি বিক্রি করে দেন বলে স্থানীয়রা জানায়।

শুক্রবার ভোরে আব্দুল মালেক, তার ছেলে আরাফাত হোসেন, স্থানীয় প্রভাবশালী এনামুল কবির, মো. নজরুল ইসলাম, মো. মোকাব্বের হোসেনসহ এক দল সন্ত্রাসী চালকলটি দখল করে নেয়। ওসিয়ার রহমান বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ এসে একজনকে গ্রেফতার করে নিয়ে যায়।

মো. ওসিয়ার রহমান জানান, মিলটির তার পিতার ক্রয়কৃত সম্পত্তি। কিছুদিন পূর্বে মিলের জমির কিছু অংশ তার চাচা দাবি করলে তিনি আদালতে মামলা করেন।

লবনচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মো. মোশাররফ হোসেন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাটি শুনে ফোর্স পাঠানো হয়েছিল। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.