স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): পাবনা জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান মিন্টু। জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ক্যাটাগরিতে তিনি এ বছর শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন।
ঈশ্বরদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমা জানান, জেলার সাতটি উপজেলার মধ্যে মোখলেছুর রহমান মিন্টু শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। এরপর তিনি রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হবেন।
এবারে জাতীয় শিক্ষা সপ্তাহে ছয়টি ক্যাটাগরিতে ঈশ্বরদী পাবনা জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। প্রাথমিক শিক্ষা অফিসার কানিজ ফাতেমাও জেলার শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষা অফিসারের স্বীকৃতি পেয়েছেন।
এক সময়ের ছাত্রনেতা মোখলেছুর রহমান মিন্টু ১৯৮০ সালে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটে জিএস নির্বাচিত হয়েছিলেন। তিনি বর্তমানে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।