জাহিবা হোসাইন, মোংলা (বাগেরহাট): ঝড়ের কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমা থেকে ভারতের জলসীমায় চলে যাওয়া দুটি ট্রলারসহ ৬২ জন জেলেকে বাংলাদেশের কাছে ফিরিয়ে ভারতীয় কোস্ট গার্ড।
বৃহস্পতিবার বিকেলে মোংলা কোস্ট গার্ড ভারতের কাছ থেকে জেলেদের গ্রহণ করে মোংলা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। শুক্রবার সকালে জেলেদের তাদের নিজ নিজ বাড়িতে ফেরত পাঠায় পুলিশ।

কোস্ট গার্ডের জোনাল কমান্ডার ক্যাপ্টেন কাজী মেহেদী মাসুদ জানান, গত ১৩ আগস্ট বংলাদেশের মাছ ধরা ট্রলার এফবি আল্লাহর দান, এফবি ফরহাদ, এফবি নাহিন ও এফবি মা গঙ্গা বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে। পরে বোটগুলোর ইঞ্জিন বিকল হয়ে ভাসতে ভাসতে ভারতের জলসীমায় চলে যায়।
এরপর ভারতীয় নৌ বাহিনী ও কোস্ট গার্ড বোটগুলো উদ্ধার করে বাংলাদেশ নৌ বাহিনী ও কোস্ট গার্ডের সাথে যোগাযোগ শুরু করে। বৃহস্পতিবার বিকেলে সমুদ্রপথে দুটি ট্রলার ও ৬২ জেলেকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।
বাকি দুটি ট্রলারের ইঞ্জিন মেরামেতরে কাছ চলছে। ট্রলার সচল হলে ট্রলারসহ সেখানে থাকা অপর দুই জেলেকে এদেশে পাঠিয়ে দেবে বলেও জানান ক্যাপ্টেন মেহেদী। এ বিষয়ে মোংলা থানার অফিসার ইনচার্জ শেখ লুৎফুর রহমান বলেন, উদ্ধার হওয়া জেলেদেরকে পুলিশের সহায়তায় তাদের নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।