হাকিম বাবুল, শেরপুর: আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহসিকতা, দক্ষতা ও বিশেষ অবদান রাখায় শেরপুর ডিবি’র ওসি পরিদর্শক মাহফুজার রহমানসহ ৪ জন পেয়েছেন বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার। শনিবার ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম তার হলরুমে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মাসিক মূল্যায়ন সভায় এ পুরস্কার প্রদান করেন। সে সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস আলী ভূঁইয়া, শেরপুরের পুলিশ সুপার মো. মেহেদুল করিম এবং ময়মনসিংহ বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন। পুরস্কারপ্রাপ্ত অন্য ৩ জন হচ্ছেন ডিএসবি (বিশেষ শাখা) কনস্টেবল শাকিল রানা, শ্রীবরদী থানার কনস্টেবল দেলোয়ার হোসেন ও নালিতাবাড়ীর রামচন্দ্রকোড়া ইউনিয়নের দফাদার কৃষ্ণ রবিদাস।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন শিকদার জানান, গত জুলাই মাসে স্ব-স্ব ক্ষেত্রে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সাহসিকতা, দক্ষতা ও ক্ষেত্রমতে বিশেষ অবদান রাখায় ওই ৪ জনের হাতে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে অস্ত্র-গোলাবারূদ-মাদক উদ্ধার, দাগি ও পলাতক আসামিদের গ্রেফতার, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধে বিশেষ তৎপরতা ওই মূল্যায়নে অগ্রাধিকার পেয়েছে।
পুরস্কার পেয়ে উচ্ছ্বসিত ডিবি’র ওসি মাহফুজার রহমান বলেন, রেঞ্জ সেরার পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। যেকোনো কাজের স্বীকৃতি আরও ভালো কিছু করতে উৎসাহিত করে। এ পুরস্কার আরও দায়িত্ববান হতে সহায়তা করবে।