স্বপন কুমার কুন্ডু, ঈশ্বরদী (পাবনা): দেশীয় ও আন্তর্জাতিক সকল বাধ্যবাধকতা এবং মানদণ্ড অনুযায়ী চলমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক।
শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হক এর নেতৃত্বে সংসদীয় কমিটির সদস্যরা ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন প্রকল্প এলাকা পরিদর্শন করেন। এ সময় পরিদর্শন দলে ছিলেন আয়েন উদ্দিন এমপি, নূরুল ইসলাম মিলন এমপি, অধ্যাপক আমান উল্লাহ এমপি।
এ ছাড়া নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের রাশিয়ার বাংলাদেশ অংশের প্রধান এ মার্টিনভ, আণবিক শক্তি কমিশনের সদস্য ভৌত বিজ্ঞানী মাহমুদুল হাসান, সদস্য প্রকৌশল মন্জুরুল হক, কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ নেওয়াজ, প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এ সময় উপস্থিত ছিলেন।
প্রকল্পের স্থানীয় কার্যালয়ে সংসদীয় কমিটির সামনে কাজের অগ্রগতিসহ সামগ্রিক চিত্র তুলে ধরা হয় এবং প্রকল্প এলাকা ঘুরে দেখানো হয়। প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হাসিনুর রহমান জানান, ২০১৭ সালে প্রকল্পের মূল নির্মাণ কাজ শুরুর মধ্য দিয়ে বাংলাদেশ নিউক্লিয়ার ক্লাবে প্রবেশ করবে। গত ২৬শে জুলাই মূল নির্মাণ কাজের জন্য ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।