হাকিম বাবুল, শেরপুর প্রতিনিধি: সমাজের পিছিয়ে থাকা, অনগ্রসর দলিত-হরিজন-বেদে জনগোষ্ঠীর নারীদের জীবনমান উন্নয়নে শেরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নাগরিক সংগঠন জনউদ্যোগের শেরপুর জেলা কমিটি জেলা সমাজসেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে রবিবার এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় দলিত-হরিজন ও বেদে সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ ভুক্তভোগী নারীরা তাদের বাসস্থান সমস্যা, ভূমির অধিকার না থাকা, শিক্ষার অনগ্রসরতা, সামাজিক অস্পৃশ্যতাসহ নানা সমস্যার কথা তুলে ধরে সমাজ ও রাষ্ট্রের নিকট তা সমাদানের দাবি জানান।
জনউদ্যোগের আহ্বায়ক শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা এ আর এম ওয়াহেদুজ্জামান। অন্যান্যের মধ্যে অধ্যাপক শিব শংকর কারুয়া, মহিলা পরিষদ নেত্রী আঞ্জুমান আরা যুথী, এনজিও প্রতিনিধি সোলায়মান আহমেদ, দলিত পঞ্চায়েত ফোরাম সভাপতি সুনীল রবিদাস, হরিজন নেতা সঞ্জিব হরিজন, দলিত হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম নেতা মো. শরিফুর রহমান, সাংবাদিক সঞ্জিব চন্দ বিল্টু প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় দলিত-হরিজন ও বেদে সম্প্রদায়ের নেতৃবৃন্দ, নারী-পুরষ, সাংবাদিক ও সুধীবৃন্দসহ ৬০ জন অংশগ্রহণ নেন।