হাকিম বাবুল, শেরপুর: শেরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসসিসিআই)। সোমবার জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি এবং সভাপতিত্ব করেন এসসিসিআই সভাপতি আলহাজ্ব মো. মাছুদ।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল পিপি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফুল ইসলাম, সদর উপজেলা চেয়াম্যান ছানুয়ার হোসেন ছানু, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান রৌশন, পাকুরিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হায়দার আলী, প্রকাশ দত্ত, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা নাসরিন রহমান প্রমুখ।
এসময় চেম্বারের পরিচালক ও ব্যবসায়ী পরিবারের সদস্যসহ গণ্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এসসিসিআই সদস্যদের সন্তান এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪০ জন ছেলে-মেয়েকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
এদিন একই অনুষ্ঠানে চেম্বার পরিচালিত মহিলা উদ্যোক্তাদের বিউটিফিকেশন কোর্সে অংশগ্রহণকারী ২০ জনের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।