জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ: ঝিনাইদহ পাসপোর্ট অফিসে সোমবার দুপুরে অভিযান চালিয়ে র্যাব ১১জন দালালকে আটক করে। বিকালে ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১মাস করে কারাদণ্ড দেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেজবাউল করিম জানান, সোমবার দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব অভিযান চালিয়ে ১১জন দালালকে আটক করে। বিকাল ৩টার দিকে ভ্রাম্যমান আদালতের বিচারক ঘটনাস্থলে এলে সবাই নিজেদের দোষ স্বীকার করায় তাদেরকে ১মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় র্যাবের মেজর মুুনির আহম্মেদ উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্তরা হলেন জিল্লুর রহমান, জয়দেব শাহা, স্বপন হোসেন, লাল চাদ, সজল আহম্মেদ, আনোয়ার হোসেন, শামসুল ইসলাম, টনি কুন্ডু, তাজুল ইসলাম, আরিফুল ইসলাম ও সাধন বিশ্বাস।