রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে সরকার বিরোধী নাশকতামূলক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক শিবিরকর্মীকে গ্রেফতার করেছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার্স ইনচার্জ রেদওয়ানুর রহিম জানান, রোববার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার উথরাইল গ্রামে অভিযান চালিয়ে শিবিরকর্মী আনোয়ার হোসেনকে (২৫) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আনোয়ার সদর উপজেলার উথরাইল গ্রামের জামায়াত নেতা আমিনুল হকের পুত্র। তাকে রোববার দুপুরে আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
গত ১৭ জুলাই শহরের রামনগর এলাকার একটি ছাত্র মেস থেকে ককটেল, জিহাদী বই, ধারালো অস্ত্রসহ ৮ শিবির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। ওই সময় মেস থেকে আনোয়ারসহ তার কয়েকজন সহযোগী পালিয়ে গিয়েছিল। এই ঘটনায় এসআই আব্দুস সামাদ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনের ১৫ ধারায় কোতয়ালী থানায় মামলা দায়ের করেছিল।