প্রতিনিধি, বগুড়া: বগুড়ার শেরপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিষিদ্ধ সংগঠন জামাআ’তুল মুজাহেদিন বাংলাদেশের (জেএমবি) উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বদর মামা ও তার সঙ্গী খালেদ মারা গেছেন।
রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নইলাপাড়া মোড়ে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকা অভিযান চালালে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া শুরু করে জঙ্গিরা। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই জঙ্গি গুলিতে মারা যায়।
নিহত বদর জেএমবির উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান।