রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুর জেলার কাউখালী উপজেলার কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিনুর রশীদ মিল্টন ১৫ দিনের সরকারি সফরে বিদেশ যাচ্ছেন। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের রূপকল্প ২০২১ বাস্তবায়নে ইউনিয়ন পরিষদের কাজের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় সরকারকে শক্তিশালীকরণে অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়াসহ এশিয়া মহাদেশের কয়েকটি দেশ সফর করবেন।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এ সফরে বাংলাদেশ থেকে ১০ জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, একজন যুগ্ম সচিব, তিনজন জেলা প্রশাসক, একজন ইউএনও, একজন স্থানীয় সরকারের প্রধান হিসাবরক্ষক কর্মকর্তাসহ মোট ১৯জন ৩১ আগষ্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ১৫ দিনের সরকারি সফরে যাবেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমিুনর রশীদ মিল্টন তাঁর সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, ইউনিয়ন পরিষদের স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ সরকারি সফরে বরিশাল বিভাগ থেকে তাকে মনোনীত করেছে।
চেয়ারম্যান আমীনুর রশীদ মিল্টন কাউখালী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কাউখালী সরকারি মহাবিদ্যালয়ের সাবেক জিএস হিসেবে দায়িত্ব পালন করছেন।