মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া মৌজায় কোষ্টগার্ডের জমি অধিগ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছে শতশত নারী-পুরুষ।
সোমবার সকাল ১১টায় কলাপাড়া প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান এবিএম হুমায়ুন কবির, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, প্রভাষক মঞ্জুরুল আলম, মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, সাবেক চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা প্রমুখ। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, বসতি এলাকা এবং তিন ফসলি কৃষিজমি বাদ দিয়ে অদূরেই নাল জমি রয়েছে তা অধিগ্রহণ করা হোক। মানববন্ধনে অংশ নেওয়া একাধিক গৃহবধু ও কৃষক জানান, তাদের কৃষি জমিতে আমন চারা রোপন করতে বাধার সৃষ্টি করা হচ্ছে। যার প্রতিবাদে তারা মানববন্ধনে এসছেন। তারা তাদের বসতবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।