মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): মাঠে আমন বীজের চারা রোপনের সময় বজ্রপাতে মামুন সিকদার (২৪) নামের এক কৃষক নিহত ও অপর দুই কৃষক আহত হয়েছে। আহত কৃষক রুবেল ও সুমনকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে।
আহত কৃষক রুবেল জানান, তিনি আমতলীর ছোট নীলগঞ্জ গ্রাম থেকে শ্বশুড় বাড়ি এসেছেন কাজে। দুপুরে তারা মাঠে আমন চারা রোপন করার সময় বজ্রপাত হয়। এ সময় তাদের দুই জনের মাঝে থাকা মামুন ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাদের ডাক-চিৎকারে স্থানীয় গ্রামবাসীরা এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
কোনো ঝড়বৃষ্টি ছাড়া আকস্মিক বজ্রপাতে কৃষক নিহতের ঘটনায় গোটা এলাকায় আতংক ও শোকের ছায়া নেমে এসেছে।