রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে আধুনিক পদ্ধতিতে শ্যালো মেশিনের হপার দিয়ে ব্যাপকহারে ধান মারাইয়ের কাজ চলছে।
এই আধুনিক পদ্ধতিতে ধান মারাইয়ের কাজে অল্প সময়ে বেশি পরিমান ধান মারাই করা সম্ভব হচ্ছে। অপরদিকে শারিরিক শ্রম কম লাগায় ধান মারাইয়ের ভ্রাম্যমান হপার মেশিনের কদর দিন দিন বেড়েই চলছে।
সোমবার দুপুরে কাউখালী-রাজাপুর সড়কের নৈকাঠী এলাকায় হপার দিয়ে ধান মারাইয়ের কাজ করতে দেখা যায়।