রতন সিং, দিনাজপুর: দিনাজপুরে জেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার পর দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পদবঞ্চিত নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির পদবঞ্চিত সকল অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জেলা বিএনপির কার্যালয়ে বিক্ষোভ করে এবং রুমে তালা লাগিয়ে দেয়।
পদবঞ্চিত নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, দিনাজপুরে বিএনপির যে স্থবিরতা চলে আসছিল তাতে আমাদের কাঙ্খিত স্বপ্ন ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে দিনাজপুরে নতুন কমিটি ঘোষণা করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের মৃত্যুর পর যে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে তাতে যারা বিগত দিনে আন্দোলনে মাঠে ছিল না এবং যে নেতারা আওয়ামী লীগের সাথে আতাঁত করে তাদের শোক র্যালিতে অংশ নেয় তাদের এই কমিটিতে রাখা হয়েছে।
তারা বলেন, এই কমিটি আমরা মানি না। যতক্ষণ পর্যন্ত এই কমিটি পরিবর্তন করা না হবে ততক্ষণ আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে।
এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও পৌর আহবায়ক বখতিয়ার আহমেদ কচি, স্বেচ্ছাসেবক দলের মজিদ, পাপ্পু, সোহেল, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরকার, ছাত্রদলের মকছেদুল ইসলাম টুটুল, বকুলসহ শ্রমিকদল, মহিল দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে ২৯ আগস্ট সোমবার সাবেক সাংসদ এ জেড এম রেজওয়ানুল হককে আহবায়ক ও মো. লুৎফর রহমান মিন্টুকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট বিএনপির দিনাজপুর জেলা কমিটি ঘোষণা করা হয়।