আব্দুল্লাহ আবু এহসান, মধুপুর (টাঙ্গাইল): “অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন প্রজাতির ফলের চারা নিয়ে টাঙ্গাইলের ধনবাড়ীতে সোমবার থেকে উপজেলা চত্বরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে।
উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত বৃক্ষমেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মীর ফারুক আহমাদ। ইউএনও শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে আন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান হারুনার রশিদ হীরা, মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিয়া সুলতানা, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, তোফাজ্জল হোসেন, নার্সারী মালিক মজিবুর রহমান, কৃষক মিজানুর রহমান প্রমুখ।
মেলায় সরকারি-বেসরকারি অর্ধশত স্টলে একগাছে একাধিক ফলসহ নানা প্রজাতির ফলদ ও ওষধি গাছের চারা বিক্রয় হচ্ছে।