রতন সিং, দিনাজপুর: ঢাকা উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা হত্যাকাণ্ডের আসামি ওবায়দুলের বোন ও দুলাভাইকে আটক করেছে পুলিশ। তবে পুলিশ জানিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে আটক করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর রমনা থানার এসআই মোশারফ হোসেন বীরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় রিসা হত্যার আসামি ওবায়দুলের নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় ওবায়দুলের বোন মোছা: খাজিদা বেগম এবং দুলাভাই খাদেমুল ইসলামকে আটক করা হয়।
দিনাজপুরের বীরগঞ্জ থানার ওসি আবু আক্কাস আহম্মদ বিষয়টি নিশ্চিত করে জানান, রমনা থানা পুলিশ ও বীরগঞ্জ থানা পুলিশ আসামি ওবায়দুল খানের নিজ বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মিরাটঙ্গী গ্রামে অভিযান চালায়। সেখান থেকে জিজ্ঞাসাবাদের জন্য বোন ও দুলাভাইকে আটক করা হয়।
মঙ্গলবার সকালে আটক বোন ও দুলাভাইকে পুলিশ ঢাকা নিয়ে গেছে। এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলমের সাথে কথা বললে তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।
ঢাকার কাকরাইলে গত বুধবার বখাটে এক যুবকের ছুরিকাঘাতে আহত উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিসা আহত হয় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় রিসার মা গত বুধবার ওবায়দুলকে আসামি করে রমনা থানায় একটি মামলা করেন।