রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালী উপজেলার পাঁচ ইউনিয়নে চলতি মৌসুমে আমন ধানের চারা রোপণ শুরু করেছেন কৃষকরা। ইতিমধ্যেই তাদের জমি হালচাষ দিয়ে তৈরি করে চারা রোপণ শুরু করেছেন। জয়কুল গ্রামের কৃষক জামান জানান, সঠিক সময়ে বৃষ্টিপাত হলে চলতি মৌসুমে আমন ধানের চারা রোপণ করতে কোনো প্রকার অসুবিধা হবে না। আর যদি সঠিক সময়ে বৃষ্টিপাত না হয় তাহলে চারা রোপনে একটু দেরি হতে পারে।
বর্তমানে কাউখালী উপজেলার পাঁচ ইউনিয়নে কৃষকরা ধানের চারা বীজতলা থেকে তুলে তাদের জমিতে রোপণ করছে পুরোদমে। সঠিক সময়ে ধানের চারা রোপণ করতে না পারলে ধান চাষাবাদ ব্যহত হতে পারে এমন আংশকা করেছেন কৃষকরা। তাই বর্তমানে তারা অবিরাম পরিশ্রম করছে চারা রোপণ করতে। পার-সাতুরিয়ার কৃষক আলী হোসেন জানান, ধানের চারা রোপণে শ্রমিকের সংকট দেখা দিয়েছে এই উপজেলায়। শ্রমিক পাওয়া গেলেও শ্রমিকের মূল্য অনেক বেশি হওয়ায় মধ্যবিত্ত কৃষকরা শ্রমিক নিতে গিয়ে হিমশিম খাচ্ছেন বলে অনেকে জানান।