অলিউল হক ডলার, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের নাচোল প্রেসক্লাবে সৌর বিদ্যুৎ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে নাচোল প্রেসক্লাবে এ উপলক্ষে আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি অলিউল হক ডলারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নঈম মুন্নি, নাচোল পৌরসভার মেয়র আব্দুর রশিদ খাঁন ঝালু, নাচোল প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাংবাদিক, লেখক, কলামিস্ট সাজিদ তৌহিদ।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাচোল প্রেসক্লাবের অর্থসম্পাদক আব্দুস সমাদ, সদস্য ফারুক হোসেন ডন, সোহেল রানা ও সাংবাদিক মনিরুল ইসলাম।
আলোচনা সভায় অতিথিবৃন্দ প্রেসক্লাবের উন্নয়নসহ সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সাংবাদিকদের ভূমিকার উপর গুরুতারোপ করেন। আলোচনা শেষে সুইচ টিপে সৌরবিদ্যুৎ এর উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।
সাংবাদিক দিলু ও নাহিদের উপর হামলার প্রতিবাদে নাচোল প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিক আনোয়ার হোসেন দিলু ও নাহিদের উপর সন্ত্রাসী হামলায় নাচোল প্রেসক্লাব প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় নাচোল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। প্রেসক্লাব সভাপতি অলিউল হক ডলারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাচোল প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবু, সাংবাদিক কলামিস্ট সাজিদ তৌহিদ, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সাংবাদিক ফারুক হোসেন ডন, সোহেল রানা ও মনিরুল ইসলাম।
সম্প্রতি নাচোল উপজেলার লক্ষীপুর মোড়ের একটি বিবাদমান পুকুরের তথ্য সংগ্রহ করতে গিয়ে দৈনিক প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ নিজস্ব প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু ও দৈনিক গৌড় বাংলার স্টাফ রিপোর্টার আব্দুর রব নাহিদের উপর শিল্পপতি ও ব্যবসায়ী তোরিকুল ইসলামের লোকজন সন্ত্রাসী হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হন। পরবর্তীতে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়। প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করা হয়। সেই সাথে অবিলম্বে এ ঘটনার সাথে জড়িদের বিরুদ্ধে দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।