রতন সিং, দিনাজপুর: হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ সান্ধ্য মাস্টার্স কোর্স চালু করবে।
মঙ্গলবার (২৯ আগস্ট) উপচার্য অধ্যাপক মো. রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত ওই সভায় দুজনকে পিএচডি পদবি প্রদানেরও সিদ্ধান্ত হয়।
গম গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল হাকিমকে কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগ হতে পিএইচডি প্রদান করা হবে। এছাড়া উদ্যানতত্ত্ব বিভাগ মসলা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা আলাউদ্দিন খানকে পিএইচডি প্রদান করবে।