রবিউল হাসান রবিন, কাউখালী (পিরোজপুর): পিরোজপুরের কাউখালীতে বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মোসলেম আলী খান ওয়েলফোর ফাউন্ডেশন মিলনায়তনে উপজেলা বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাাদক অধ্যাপক আলমগীর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শহীদুল্লাহ শহীদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ সেলিম হাওলাদার, বিএনপি নেতা মোশারফ হোসেন শুক্কুর, মনিরুজ্জামান মিয়া, জিয়াউল হাসান নিক্সন, যুবদল নেতা আসাদুজ্জামান মামুন, ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রফিকসহ অন্যরা।
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।