মিলন কর্মকার রাজু, কলাপাড়া (পটুয়াখালী): বরিশাল উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইন্সটিটিউটের (এইচএসটিটিআই) প্রশিক্ষণার্থীরা বুধবার সকালে পটুয়াখালীর কলাপাড়ার মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ পরিদর্শন করেছেন।
ইন্সটিটিউটের সহকারী পরিচালক স্বপনচন্দ্র হাওলাদারের নেতৃত্বে এ পরিদর্শনে প্রশিক্ষণার্থীরা কলেজের পাঠদান কার্যক্রম, শ্রেণিকক্ষ পরিদর্শন, উপকরণের ব্যবহার ইত্যাদি সম্পর্কে ধারণা লাভ করেন।
প্রশিক্ষণের অংশ হিসেবে ইন্সটিটিউটের ১৭তম ব্যাচের ৭৯ জন প্রশিক্ষণার্থী পরিদর্শনে অংশ নেন। পরে তারা কলেজের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন।
মোজাহারউদ্দিন বিশ্বাস (অনার্স) কলেজের অধ্যক্ষ মো. দেলওয়ার হোসেন মতবিনিময়সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন স্বপনচন্দ্র হাওলাদার, মোজাহারউদ্দিন বিশ্বাস (অনার্স) কলেজের উপাধ্যক্ষ শহীদুল আলম ও বামনা ডিগ্রি কলেজের প্রভাষক মো. রিয়াজুল কাদির। কলেজের অন্য শিক্ষরাও এ সময় উপস্থিত ছিলেন।