রতন সিং, দিনাজপুর: দিনাজপুর হিলি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিজিবি প্রায় দেড় লাখ পিস গরু মোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করেছে।
দিনাজপুর বিজিবি সেক্টর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দিনাজপুরের সীমান্তবর্তী হিলি রেল ষ্টেশনে চিলাহাটীগামী রকেট মেইল ট্রেনে বিজিবি অভিযান চালায়। হিলিসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার শাহ আলমের নেতৃত্বে বিজিবি সদস্যরা ওই ট্রেনের বগি তল্লাশি করে ১৫ কার্টুন গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করে। কার্টুনগুলো থেকে প্রায় দেড় লাখ পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ প্রাকটিন ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে অভিযানকালে কাউকে আটক করা যায়নি।
চোরাচালানীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে হাকিমপুর থানায় বিজিবির পক্ষ থেকে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ঈদকে সামনে রেখে সংঘবদ্ধ চোরাচালানীচক্র ভারত থেকে ব্যাপকহারে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট চোরা পথে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে আনছে।